বাংলাদেশ সেনাবাহিনিতে ভর্তির সুযোগ আপনি তৈরি তো । ১৭-০১-২০১৯

কেমন আছেন বন্ধুরা আজ আপনাদের জন্য চাকুরির খবর নিয়ে আসলাম । বাংলাদেশ সেনাবাহিনী তাদের মেডিকেল করে নিয়োগ দেওয়ার জন্য  বিজ্ঞপ্তি দিয়েছে । আর্মি মেডিকেল কোর/আর্মি ডেন্টাল কোরে সরাসরি ক্যাপ্টেন পদে যোগ দেওয়ার সুযোগ থাকছে আগ্রহীদের জন্য । এছাড়াও ৭৩তম সরাসরি  স্বল্পমেয়াদী কমিশন-এমসি এবং ৬৪তম সরাসরি স্বল্পমেয়াদী কমিশন -এডিসি (পুরুশ/মহিলা) নিয়োগ চলছে । আগ্রহীরা নিম্নক্ত লিংকে গিয়ে আবেদন করতে পারেন ।
আবেদনের শেষ তারিখ ০৯ ফেব্রুয়ারি ২০১৯ । 

অনলাইনে আবেদনের জন্য ভিজিট করুন ঃ https://joinbangladesharmy.army.mil.bd  

বিঃ দ্রঃ কেবলমাত্র অনলাইনে আবেদন করা যাবে । আবেদন ফি ১০০০/-(এক হাজার) টাকা মাত্র । 






No comments:

Post a Comment

বিশ্বের দ্বিতীয় সামরিক পাওয়ারহাউজ এখন সৌদি আরব। বেকায়দায় যুক্তরাষ্ট্র।

 এমবিএস Diplomacy: ব্যক্তিগত সার্কেলে আরও ৫-৭ বছর আগে থেকেই আলোচনা করেছিলাম অতিসত্বর এমবিএস তথা সৌদি আরব বিশ্ব অর্থনীতি, কূটনীতি ও সামরিক পা...