লবিং (Lobing) কী ?
লবিং মানে কি ?
নিজেদের পক্ষে সমর্থন ও
সহানুভ্রূতি আদায়, বিপক্ষে যাচ্ছে আমন কিছু ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে
প্রভাবিত করতে অর্থের বিনিময়ে কোন প্রতিষ্ঠান নিয়োগ করা । আর এ কাজটি যারা করে
তাদের বলা হয় লবিস্ট ।
লবিস্ট কারা ?
আইনপ্রণেতাদের প্রভাবিত
করতে পারে এমন বাক্তি বা প্রতিষ্ঠান, যারা নিজেরাও একসময় আইনপ্রণেতা বা সরকারি
কর্মকর্তা ছিলেন ।
লবিং কীভাবে করে ?
লবিং সাধারণত কোন
রাষ্ট্রের বোড় প্রতিষ্ঠান বা রাজনৈতিক দল বা বাক্তি থেকে করে থাকে । লবিং করার জন্য
তারা প্রথমে অন্য কোন দেশকে টার্গেট করে, যে দেশে লবিং প্রতিষ্ঠান নিয়োগ করলে
তাদের ফায়দা হবে । তারপর ঐ দেশের এমন বাক্তি বা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে
লবিস্ট হিসেবে নিয়োগ করে, যারা পূর্বে ঐ রাষ্ট্রের আইনপ্রণেতা বা সরকারি কর্মকর্তা
ছিলেন । এসব বাক্তি বা প্রতিষ্ঠান তখন তাদের নিজ দেশের রাষ্ট্রীয় আইনপ্রনেতাদের
প্রভাবিত করে এসব রাজনৈতিক দল বা প্রতিষ্ঠান এর পক্ষে মত আদায় বা সমর্থন আদায়ের
কাজ করে থাকে । লবিস্টরা সাধারণত অনেকটা কূটনৈতিক উপায়ে লবিং এর কাজটি করে থাকে ।
ফলে ঐ রাজনৈতিক দল বা রাষ্ঠ্রিও প্রতিষ্ঠানটির পক্ষে বিদেশি সমর্থন থাকায় তার নিজ
দেশে বা অন্য কোন দেশে বাণিজ্য করতে সমস্যার সম্মুখীন হতে হয় না ।
কি আইডিয়া!
ReplyDeleteধন্যবাদ
Deleteবানানে এতো ভুল কেন?
ReplyDeleteআপনার মতামত দেয়ার জন্য ধন্যবাদ। আমরা দ্রুত কন্টেন্ট হালনাগাত করার চেষ্টা করব।
Delete