একটি নির্মল হাসি এবং গভীর একটি ঘুম দু’টি মহাঔষধ যা যেকোন রোগ সারতে পারে ।







 আপনি হাসেন না, কারণ বুড়ো হয়ে যাচ্ছেন; আপনি বুড়ো হয়ে যাচ্ছেন, কারণ আপনি হাসেন না। - মরিস চেবালিয়ার

 যখন সম্ভব হাসুন, কারণ এটি হলো সবচেয়ে সস্তা ঔষধ। 
- লর্ড বায়রন

 একটি নির্মল হাসি এবং গভীর একটি ঘুম দু’টি মহাঔষধ যা যেকোন
রোগ সারতে পারে। - আইরিশ প্রবাদ

 যারা আপনার ধ্বংস চায়, তাদেরকে ক্ষেপাতে চাইলে হাসুন।

 মন খুলে যে হাসতে পারে না, সেই পৃথিবীর সবচেয়ে অসুখী ব্যক্তি
- জন লিলি

 যে দিনটিতে হাসা গেল না, সে দিনটাই সবচেয়ে ব্যর্থ
- নিকোলাস চ্যামফোর্ট

 অতি উচ্চহাস্য শুন্য মনের পরিচায়ক - গোল্ডস্মিথ

No comments:

Post a Comment

কথিত জঙ্গিদমনের আড়ালে মিলিয়ন ডলার সিন্ডিকে

⚠️ জঙ্গিদমনের আড়ালে মিলিয়ন ডলার সিন্ডিকেট  সিটিটিসি-র‍্যাব-এটিউ এর কথিত জঙ্গি-বিরোধী লড়াই যতটুকু না আদর্শিক, তার চেয়েও বেশি রিজিকের লড়াই। কথ...