তাপ ও তাপমাত্রার মধ্য পার্থক্য গুল কী কী ?


তাপ ও তাপমাত্রার মধ্য পার্থক্য গুল কী কী ?

হ্যাল ভিউয়ারস , কেমন আছেন ? আশা করি আপনারা সকলে ভাল আছেন । আলহামদুলিল্লাহ্‌ আমিও ভাল আছি । আজ আপনাদের মাঝে নতুন একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি । আজ আমরা আলোচনা করব, তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য নিয়ে ।


যেহেতু তাপ ও তাপমাত্রা দুটি আলাদা বিষয় । তাই এদের মাঝে কতগুল পার্থক্য রয়েছে । কিন্তু এই পার্থক্য গুল কী কী ? তা কী আমরা জানি । চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে চলে জাই আজকের আলোচনায় । তাপ ও তাপমাত্রার পার্থক্য নিয়ে ।

তাপ (Heat)
তাপমাত্রা বা উষ্ণতা (Temperature)
১। তাপ এক প্রকার শক্তি যা ঠাণ্ডা বা গরমের অনুভূতি জাগায় ।
১। তাপমাত্রা বস্তুর তাপিও অবস্থা যা ঐ বস্তু থেকে অন্য বস্তুতে তাপ প্রবাহ নিয়ন্ত্রন করে ।
২। তাপ এক প্রকার শক্তি ।
২। তাপমাত্রা হল শক্তির প্রকাশ ।
৩। তাপ হচ্ছে তাপমাত্রার কারণ ।
৩। তাপমাত্রা তপের ফল ।
৪। পদার্থবিজ্ঞনের যে সখায় তাপ পরিমাপ করা হয় তাকে ক্যালরিমিতি বলে ।
৪। পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপমাত্রা পরিমাপ করা হয় তাকে বলা হয় থার্মোমিতি ।
৫। দুটি বস্তুর তাপমাত্রা এক হলেও তাদের তাপের পরিমাণ ভিন্ন হতে পারে ।
৫। দুটি বস্তুর তাপ একই হলেও তাদের তাপমাত্রা এক নাও হতে পারে ।
৬। তাপের প্রবাহ তাপের পরিমাণের উপর নির্ভর করে না ।
৬। তাপের প্রবাহ তাপমাত্রার উপর নির্ভর করে ।
৭। তাপ পরিমাপের যন্ত্রের নাপ ক্যালরিমিটার/জুলোমিটার ।
৭। তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম থার্মোমিটার ।
৮। তাপের আর্ন্তজাতিক একক জুল ।
৮। তাপমাত্রার আন্তর্জাতিক একক কেলভিন ।
৯। তাপের মাত্রা সমীকরণ {ML2T-2}
৯। তাপমাত্রার কোনো মাত্র সমীকরণ নেই ।
১০। C.G.S M.K.S এবং F.P.S  পদ্ধতিতে তাপের এককসমূহ যথাক্রমে ক্যালরি, ব্রিটিশ তাপীয় একক ও কিলোক্যালরি ।
১০। তাপমাত্রার একক সমূহ যথাক্রমে, সেলসিয়াস, ফারেনহাইট, রোমার, কেলভিন ইত্যাদি ।
১১। ক্যালরিমিতিতে তাপ সম্পর্কে আলোচনা করা হয় ।
১১। থার্মোমিতিতে তাপমাত্রা সম্পর্কে আলোচনা করা হয় ।


আশা করি আজকের পোস্ট টি আপনাদের ভাল লেগেছে । যদি ভাল না লেগে থাকে তবে তার কারণটি আমাদের কমেন্ট করে জানাবেন নিশ্চই । পোস্ট-এ যদি কোনো ভুল হয়ে থাকে তবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন । ধন্যবাদ ।

No comments:

Post a Comment

ইউটিউব ও অনলাইন ভিডিও থেকে প্রশিক্ষণ নিচ্ছে কৃত্তিম বুদ্দিমত্তা

 শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন, খেলা, বানিজ্য, রান্না, প্রযুক্তি, সংবাদ, ভ্রমন, ভাষা শিক্ষা সহ প্রায় সব ধরনের বিষয় ভিত্তিক ভিডিও রয়েছে ইউটিউবে। ...