১৭-০১-২০১৯ ইঞ্জিয়ার্স, সিগ্ন্যালস, ইএমই, এইসি, জেএজি, আরভিএন্ডএফসি কোরে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ চলছে ।


হ্যাল বন্ধুরা, কেমন আছেন ? আশা করি ভালই আছেন । আজ আপনাদের জন্য থাকছে সেনাবাহিনীতে চাকুরির খবর । ইঞ্জিয়ার্স, সিগ্ন্যালস, ইএমই, এইসি, জেএজি, আরভিএন্ডএফসি কোরে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ চলছে । চাইলে আপনিও যোগ দিতে পারেন । তবে দেরি কেন ?


৫২তম বিএমএ স্পেশাল কোর্স-ইঞ্জিয়ার্স/সিগ্ন্যালস/ইএমই/এইসি
৩২তম ডিএসএসসি(জেএজি) এবং ৪৫তম ডিএসএসসি(আরভিএন্ডএফসি)

উপরোক্ত বিভাগ গুলতে আগ্রহি প্রার্থিদের আগামী ০৯ ফেব্রুয়ারি ২০১৯ এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর অফিশিয়াল সাইট এ গিয়ে আবেদন করতে হবে । কেবলমাত্র অনলাইনে আবেদন করা যাবে ।


বিঃ দ্রঃ কেবলমাত্র অনলাইনে আবেদন করা যাবে । আবেদন ফি=১০০০/-(একহাজার) টাকা মাত্র ।



No comments:

Post a Comment

বিশ্বের দ্বিতীয় সামরিক পাওয়ারহাউজ এখন সৌদি আরব। বেকায়দায় যুক্তরাষ্ট্র।

 এমবিএস Diplomacy: ব্যক্তিগত সার্কেলে আরও ৫-৭ বছর আগে থেকেই আলোচনা করেছিলাম অতিসত্বর এমবিএস তথা সৌদি আরব বিশ্ব অর্থনীতি, কূটনীতি ও সামরিক পা...