রেড্ডিট কী ? এটি কীভাবে কাজ করে ? আসুন জেনে নেই ।


রেড্ডিট কী ?

বন্ধুরা আপনারা নিশ্চই কোন না কোন কারনে রেড্ডিট নামটি শুনেছেন । কিন্তু কখনো এ সাইটে যাননি বা যাওয়ার ইছাও করেননি । চলুন তবে আজ জেনে নেই যে এই রেড্ডিট টা আসলে কী ? এবং ঘুরেও আসি এই সাইট টি থেকে ।


রেড্ডিট আসলে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক ওয়েব সাইট । এখানে আপনি বিভিন্ন ধরনের লিংক শেয়ার করতে পারবেন । ইছেমত প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেনস্বাস্থ্য নিয়ে কথা বলতে পারেন । কিংবা কথা বলতে পারেন কোন ফ্যাশন ডিজাইন নিয়েকোনো বাধা ধরা নিয়ম নেই । রেড্ডিট কিন্তু অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আলাদা । অন্যান্য সামাজিক মাধ্যম গুলতে হয় কী ! আপনি অ্যাকাউন্ট না করে ঐ সাইট (ফেসবুক, টুইটার, লিঙ্কডিন, হ্যাটসেপ ইত্যাদি) গুলতে প্রবেশ করতে পারবেন না । আর প্রবেশ করতে না পারলে কিন্তু আপনি সেখানে শেয়ার করা বিভিন্নজনের পোস্ট গুলয় দেখতে পাবেন না । রেড্ডিট কিন্তু আপনাকে সেটা করতে দিচ্ছে । রেড্ডিট আপনি কোন অ্যাকাউন্ট না করে প্রবেশ করতে পারবেন এবং সেখানকার পোস্ট গুল দেখতেও পারবেন । ফেসবুকে আমরা যেমন লাইক, কমেন্ট করি রেড্ডিটে কিন্তু তেমনটা করা যায়না । এখানে লাইক আলতে আছে আপবোর্ড এবং আনলাইক বলতে আছে ডাউনবোর্ড । এর মন্তব্য করতে আছে কমেন্ট বক্স ।
তবে রেড্ডিট কিন্তু ফেসবুকের মত স্ট্যাটাস আর ছবি পোস্ট করার জন্য বিখ্যাত নয় । রেড্ডিট মানুষ ব্যাবহার করে নিজের পরিচিতি (Publicity) বাড়ানোর জন্য ।




রেড্ডিটে যদি আপনি কখনো প্রবেশ করেন তবে দেখবেন যে, ওখানে কিন্তু লিংকই বেশি পোস্ট করা হয় । এর ঐ লিংক গুলি থাকে কোন ওয়েবসাইট এর অথবা, কোন ইউটিউব চ্যানেলের । তা স্ততেও রেড্ডিটে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে আস্ক রেড্ডিট (Ask Reddit) আস্ক রেড্ডিট (Ask Reddit) হচ্ছে রেড্ডিটের একটি সাব রেড্ডিট । এখানে শুধু প্রশ্ন জিজ্ঞাসা করা হয় । এবং যারা এই প্রশ্নের উত্তর জানে তারা এর উত্তর জানায় কমেন্ট এর মাধ্যমে । তবে আলোচনাটা আরেকটু বড় করি । রেড্ডিটের মেধ্যে অনেকগুল কোর/বিভাগ রয়েছে । যেগুল্কে বলা হয় Sub Reddit .   রেড্ডিটে  অনেক Sub Reddit  রয়েছে । যেমনঃ (AskReddit , funny , Pics, Gaming, Worldnews, Gifs, Todayilearned, videos, aww, Milolyinteresting, News, Showerthoughts, Movies, Jokes, Lifeprotips, Oldschoolcool, Television, futurology, Lama, Photoshops, etc.) . আসলে আপনি যখন রেড্ডিটে অ্যাকাউন্ট করবেন, তখন কোন পোস্ট করার সময় আপনাকে বিভাগ নির্বাচন করতে হবে । এর কেখানে আপনি reddit/abc অর্থাৎ, আপনি reddit/ দেওয়ার পর “/”এর পরে যা কিছুই লিখবেন তাই sub Reddit বলে বিবেচিত হবে । আপনি রেড্ডিটের সার্চ বারে reddit/abc লিখে সার্চ দিলে যদি এই নামে কোন sub reddit থেকে থাকে তবে তা চলে আসবে । কিংবা আপনার তৈরি করা sub reddit থেকে অন্যকেউ পোস্ট করতে পারবে ।

রড্ডিটে কী লাইক বা আনলাইক দেওয়া যায় ?

না । রেড্ডিটে লাইক বা আনলাইক বলতে কোন অফশন নেই । রেড্ডিটে উপবোর্ড এবং ডাউনবোর্ড নামে দুট বাটন রয়েছে । রেড্ডিটে উপবোর্ড মানে হল লাইক । মানে আপনি আপনার কোন পোষ্টে যত বেশী উপবোর্ড পাবেন , তার মানে আপনার পোস্ট টি তত বেশী মানুষের কাছে পছন্দ হয়েছে । এখন তবে ডাউনবোর্ড এর মানে বুঝে গেছেন । ডাউনবোর্ড মানে হল আনলাইক । যার ডাউনবোর্ড যত বেশী এর মানে তার পোস্ট টি সবথেকে বাজে পোস্ট ।




No comments:

Post a Comment

কথিত জঙ্গিদমনের আড়ালে মিলিয়ন ডলার সিন্ডিকে

⚠️ জঙ্গিদমনের আড়ালে মিলিয়ন ডলার সিন্ডিকেট  সিটিটিসি-র‍্যাব-এটিউ এর কথিত জঙ্গি-বিরোধী লড়াই যতটুকু না আদর্শিক, তার চেয়েও বেশি রিজিকের লড়াই। কথ...