Internet কবে প্রতিষ্ঠা লাভ করে ?বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত হয় কত সালে ?


১। Internet কবে প্রতিষ্ঠা লাভ করে ?
1969 সালে।

২। Email কবে যাত্রা শুরু করে ?
1971 সালে।

৩। Hotmail কত সালে যাত্রা শুরু করে ?
1996 সালে।


৪। Google কত সালে যাত্রা শুরু করে ?
1998 সালে।

৫। Facebook কবে প্রতিষ্ঠা লাভ করে ?
2004 সালে।

৬। Youtube কত সালে প্রতিষ্ঠা লাভ করে ?
2005 সালে।

৭। Twitter কত সালে প্রতিষ্ঠা লাভ করে ?
2006 সালে।

৮। বিশ্বে ইন্টারনেট চালু হয় কবে ?
১৯৬৯ সালে

৯। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয় কত সালে ?
১৯৯৩ সালে।

১০। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত হয় কত সালে ?
১৯৯৬ সালে।

১১। বাংলাদেশে 3g চালু হয় কবে ?
১৪ অক্টোবর ২০১২

১২। বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারের নাম কী ?
IBM-1620
। বাংলাদেশে প্রথম কম্পিউটার  কথায় স্থাপিত হয় ?
বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে
। বাংলাদেশে প্রথম কম্পিউটার  কত সালে স্থাপিত হয় ?
১৯৬৪ সালে

বাংলাদেশের প্রথম সাবমেরিন ক্যাবল স্টেশনের নাম কী ?
ল্যান্ডিং স্টেশন স্থাপনের ।
বাংলাদেশের প্রথম সাবমেরিন ক্যাবল স্টেশন কত সালে স্থাপিত হয় ?
২১মে ২০০৬ সালে ।
বাংলাদেশের প্রথম সাবমেরিন ক্যাবল স্টেশন কথায় স্থাপিত হয় ?
কক্সবাজারের ঝিলং জা তে ।

। বাংলাদেশর বিজ্ঞানীরা প্রথমাবারের মতো জীবনরহস্যউন্মোচন করেছেন মহিষের

। ২০১৩ সালে দেশি পাটের জীবন রহস্য উন্মোচনে নেতৃত্ব দেন ড. মাকসুদুল আলম

২০। ১৯৮১ এপসন কোম্পানি সর্বপ্রথম ল্যাপটপ কম্পিউটার প্রচলন করেন তার নামঅসবর্ন-১

১। বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি অবস্থিতযুক্তরাষ্ট্রের আটলান্টায় ১৮ বাংলা সামাজিক মাধ্যম ‘‘বেশত‘‘ চালু

হয় ২৮ফে:২০১৩ ১৯ বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড(টেশিস) কর্তৃক তৈরী প্রথম ল্যাপটপ --এর নামদোয়েল

। জাতিসংঘ রেডিও বাংলা যাত্রা শুরু করে২১ ফ্রেব্রু: ২০১৩

। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্চিন ‘‘ পিপীলিকা‘‘ উদ্ধোধন করা হয় ১৩ এপ্রিল, ২০১৩ ২২। বাংলাদেশে দ্রুত গতির ইন্টারনেট ‘‘ওয়াইম্যাক্সচালু হয় >>June, 2009, Banglalion

। বাংলাদেশে কবে,কোথায় সাইবার ক্যাফে চালু হয় ১৯৯৯ সালে,বনানীতে।

। বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানীর সিটিসেল ডিজিটাল,১৯৯৩ সাল।

। বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় ৪ জানুয়ারী,১৯৯০।

। বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন চালু হয়, ১৯৯২ সালে।

। প্রথম ডিজিটার জেলা,যশোর

বাংলাদেশের প্রথম ওয়াই ফাই নগর,সিলেট

৩০বাংলাদেশের সাইবার সিটি বলা হয় সিলেট কে ।

বাংলাদেশের প্রথম ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ মিঠাপুকুর,রংপুর॥

1 comment:

  1. If you're looking to burn fat then you absolutely have to try this brand new custom keto plan.

    To produce this keto diet service, licensed nutritionists, fitness trainers, and professional chefs have joined together to develop keto meal plans that are efficient, suitable, economically-efficient, and delightful.

    Since their first launch in January 2019, hundreds of people have already remodeled their figure and well-being with the benefits a good keto plan can provide.

    Speaking of benefits: in this link, you'll discover 8 scientifically-certified ones provided by the keto plan.

    ReplyDelete

ইউটিউব ও অনলাইন ভিডিও থেকে প্রশিক্ষণ নিচ্ছে কৃত্তিম বুদ্দিমত্তা

 শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন, খেলা, বানিজ্য, রান্না, প্রযুক্তি, সংবাদ, ভ্রমন, ভাষা শিক্ষা সহ প্রায় সব ধরনের বিষয় ভিত্তিক ভিডিও রয়েছে ইউটিউবে। ...