এস.ই.ও কি?সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন(SEO) কি ?SEO কত প্রকার ও কি কি ?এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি ?অন পেজ এসইও কি ?অফ পেজ এসইও কি ?এসইও এর কাজ কি ?এসইও কিভাবে করতে হয় ?এসইও এর কাজ কি ?
আপনার মনে হয়ত এই প্রশ্ন গুল ঘরপাক খাচ্ছে । চলুন তবে জেনে নেই এসইও কী ?
এসইও (SEO) এর পূর্ণরূপ হছে – সার্চ ইঞ্জিন
অপটিমাইজেশন (Search Engine Optimization) ।আপনি বা আমি ইন্টারনেট এ যা লিখে সার্চ করি তাই হল এস.ই.ও (SEO) । অর্থাৎ, অনলাইনে আপনি যেসব কন্টেন্ট, লিংক, বা কী-ওয়ার্ড/ শব্দ লিখে সার্চ ইঞ্জিন এ সার্চ করেন তাকে বুঝায় ।
সার্চ ইঞ্জিন মানে হছে - গুগল, ইয়াহু,
বিঙ্ক, পিপিলিকা . কম ইত্যাদি । আর অপটিমাইজেশন মানে
হল – এসব সার্চ ইঞ্জিন থেকে আপনার / আমার সার্চ করা কী-ওয়ার্ড, শব্দ, ছবি, লেখা, ইত্যাদি সার্চ ইঞ্জিন থেকে খুজে
খুজে বেরকরা । এখন দেখুন পৃথিবীতে তো লাখ লাখ ওয়েবসাইট আছে যেগুলতে বিভিন্ন ধরনের
ডাটা স্টোর করা আছে । এখন আপনি যখন কোন কী-ওয়ার্ড, শব্দ, বই, ছবি ইত্যাদি সার্চ
ইঞ্জিন এ লিখে সার্চ করছেন তখন সার্চ ইঞ্জিন শুধু আপনার সার্চ করা কী-ওয়ার্ড,
শব্দ, বই, ছবি এসবের উপরেই আপনাকে ওয়েবসাইট গুল আনে দিছে । এটাই হল এসইও এর ফল ।
অর্থাৎ, সার্চ ইঞ্জিন আপনার সার্চ করা কী-ওয়ার্ড, শব্দ, বই, ছবি ইত্যাদি তার
নিজস্ব ডাটা বেসে অপটিমাইজ করে (খুজে বেরকরে) আপনার কাছে পউছে দিছে । জসব সাইট এ
আপনার সার্চ করা কন্টেন্ট নাই অইসব সাইট কিন্তু আপনার কাছে আসেনি । আটাই আমি
আপনাদের বলছি এসইও (SEO) হছে আপনার সার্চ করা কী-ওয়ার্ড, শব্দ, বই, ছবি ইত্যাদি ।
==============================================================
এসইও (SEO) আবার দুই (২) প্রকের :-
(ক) অর্গানিক
এসইও
(খ) পেইড এসইও
(ক) অর্গানিক
এসইও :-
অর্গানিক এসইও
হছে যারা
এসইও এর সকল নিয়ম মানে সার্চ রেযালট এর শীর্ষে এসেছে । এরা অনেক যত্ন করে
এসইও করে তবেই শীর্ষ স্থান দখল করেছে ।
(খ) পেইড এসইও :-
অন্য দিকে এরা কোন এসইও ই করেনি । মানে হল এরা অত মেহেনত করেনি । শুধু গুগল,
ইয়থা অর্থাৎ, সার্চ ইঞ্জিন গুলকে
নির্দিষ্ট পেমেন্ট করেছে তার বদুলতে এরা প্রথম পাতাই ঠাই পেয়েছে । পানার গুগল কোন
কিছু সার্চ করলে লক্ষ্য করবেন কিছু ওয়েবসাইট আসবে যেগুলর নিচে ছোট করে লেখা থাকবে Ad । আগুলই হল পেইড এসইও করা
ওয়েবসাইট ।
==============================================================
অর্গানিক এসইও আবার দুই (২) প্রকের :-
(ক) On-Page এসইও
(খ) Off-Page এসইও
=======================================================================
(ক) On-Page এসইও (SEO) :-
On-Page এসইও হল ঐ আর্টিকেলের বা
ওয়েবসাইট এর মধ্যে আপনার সার্চ করা
কী-ওয়ার্ড, শব্দ, বই, ছবি ইত্যাদি রিলেটেড যে সমস্ত ডাটা বা কন্টেন্ট বা কী-ওয়ার্ড
থাকবে । অর্থাৎ, আপনি এসইও সম্পর্কে জানতে সার্চ ইঞ্জিন এ সার্চ করেছেন, আর
সার্চ ইঞ্জিন সেই রিলেটেড কিছু ওয়েবসাইট
এনে দিয়েছে । এখন ঐ সমস্ত ওয়েবসাইট এ এসইও সম্পর্কে যা কিছু লেখা আছে তাই
হল On-Page এসইও ।
(খ) Off-Page এসইও (SEO) :-
Off-Page এসইও হল আপনার সাইট এর
ব্যাক-লিংক, ব্লগ-কমেন্ট, বিভিন্ন সশালমিডিয়ায় (যেমন : ফেসবুক,
লিংকডিন, ইন্সটাগ্রাম, টুইটার, ইত্যাদি)আপনার
সাইট এর ফান পেজ, বিভিন্ন ফোরাম সাইট এ গিয়ে পোস্ট করা, আপনার কন্টেন্ট এর লিংক অন্য সাইট এ শেয়ারে করা, ব্লগ
এর প্রচারণা করা , পাঠক দের খুশি রাখা ইত্যাদি
।
আপনার আর্টিকেল টি পরে ভাল লাগলো ভাই । এস ই ও শিখে কিভাবে আয় করব এই বিষয়ে আরো জানতে চাই ।
ReplyDeleteআপনার আর্টিকেল এ অনেক ভাল করে বুজিইয়েছেন এস ই ও সম্পর্কে কিওয়ার্ড কত প্রকার
ReplyDelete`ভালো হয়েছে।
ReplyDeleteধন্যবাদ
ReplyDelete