কেমন হলো শ্রীলঙ্কার রাষ্ট্রীয় বাজেট ২০২৫

 বাংলাদেশে কি আদৌও এরকম পরিবর্তন হবে???

শ্রীলঙ্কায় বামপন্থী সরকার গঠন হওয়ার খবর তো শুনেছেন। আজ প্রথমবার রাষ্ট্রীয় বাজেট পেশ করল অনুরা দিশানায়েকে'র সরকার। এর মধ্যেই কয়েক মাস ধরে জ্বালানি তেল ও রান্নার গ্যাসের দাম কমানো, দুধ এবং দুগ্ধজাত পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নেওয়া, বিগত দক্ষিণপন্থী সরকারের দুর্নীতিগ্রস্ত নেতা-মন্ত্রীদের অবৈধ সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করা-- এমন অনেক জনকল্যাণমূলক পদক্ষেপ নিয়েছে শ্রীলঙ্কার বামপন্থী সরকার। এবার দেখে নেওয়া যাক তাদের রাষ্ট্রীয় বাজেটে কি কি রয়েছে:


- দেশের জিডিপির প্রায় ১০% শিক্ষাখাতে খরচের লক্ষ্য:

১. উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয় উন্নয়নের জন্য সরকারি খাতে ১৩৫০০ কোটি টাকা খরচ।

২. কলেজ পড়ুয়াদের স্কলারশিপ মাথাপিছু ৫০০০/- থেকে বাড়িয়ে ৭৫০০/-। 

২. সরকারি স্কুলে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য মাসে ১,৫০০/- করে স্কলারশিপ চালু।

৩. পাবলিক লাইব্রেরি'র খাতে ১০কোটি করে সরকারি বরাদ্দ।

৪. সরকারি স্কুলের পরিকাঠামো উন্নত করতে ১০০কোটি এবং নতুন প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করতে ৫০কোটি সরকারি বরাদ্দ।

৫. পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও ক্যাম্পাসে স্পোর্টস অ্যাকাডেমি চালু করতে সরকারি বরাদ্দ ৫০ কোটি।

৬. স্মার্ট ক্লাসরুম ব্যবস্থা করতে বরাদ্দ ৮৬.৬ কোটি।


-স্বাস্থ্য খাতে ৬০৪০০ কোটির ব্যাপক বরাদ্দ বাড়ানো:

১. কিডনি পেশেন্ট'দের বার্ষিক চিকিৎসার জন্য মাথাপিছু ১০,০০০/- ভর্তুকি ও বার্ধক্যজনিত সমস্যার ক্ষেত্রে মাথাপিছু ৫০০০/- ভর্তুকি সরকারি বরাদ্দ।

২. মানসিক স্বাস্থ্য ও চিকিৎসার ক্ষেত্রে ২৫ কোটি বরাদ্দ।

৩. শিশু ও মহিলা'দের চিকিৎসার সংক্রান্ত সরকারি ২০০ কোটি বরাদ্দ।

৪. স্কুল ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে চিকিৎসা ১২০কোটি বরাদ্দ।


-গৃহহীন ও আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলোর জন্য নতুন আবাসন ও গৃহনির্মাণের ক্ষেত্রে ২৫০০০ কোটি টাকা বরাদ্দ করা এবং চীনের 'গৃহহীনতা দূরিকরণ প্রকল্প'কে দেশের মাটিতে বলবৎ করা।


-শ্রমিক ও কর্মচারীদের বেতন বৃদ্ধি:

১. ক্ষেতমজুর ও দিনমজুরের দৈনিক আয় সর্বনিম্ন ১,৭০০/- বাধ্যতামূলক করা। 

২. বেসরকারি কর্মীদের মাসিক বেতন এপ্রিল, ২০২৫ থেকে সর্বনিম্ন ২৭,০০০/- বাধ্যতামূলক এবং ২০২৬ সাল থেকে সেটা ৩০,০০০/- বাধ্যতামূলক করা। 

৩. সরকারি কর্মচারীদের মাসিক বেতন সর্বনিম্ন ৪০,০০০/- বাধ্যতামূলক করা।


-পরিবেশ রক্ষার ক্ষেত্রে ৫০০ কোটি সরকারি বরাদ্দ চালু করা।


-রেল পরিষেবা'র ক্ষেত্রে ১৫০ কোটি বরাদ্দ

১. পুরোনো কামরা-ইঞ্জিন মেরামতের জন্য ২৫কোটি বরাদ্দ।

২. নুতন ইঞ্জিন তৈরিতে ৫০কোটি বরাদ্দ।


এছাড়াও কর্মসংস্থান, রেশন ব্যবস্থা, কৃষি, শিল্প, ট্যুরিজম, বন্দর-এর মত ৩৭টা খাতে সরকারি বরাদ্দ ঘোষণা করে নবনির্বাচিত শ্রীলঙ্কার বামপন্থী সরকার... প্রতি ক্ষেত্রেই স্বচ্ছ সোজাসাপ্টা হিসাব পেশ হয়েছে।


ভাবছেন স্বপ্ন দেখছেন? ভাবছেন কোনো সরকারের পক্ষে এটাও কি সম্ভব? ভাবছেন এমন ব্যবস্থাপনা মানে তো স্বর্গ!


কমিউনিস্টরা অলৌকিক স্বর্গে বিশ্বাস করেন না- "আগার কহি হ্যায় সোয়ার্গ তো উতার লা জমিন পর।"

No comments:

Post a Comment

কথিত জঙ্গিদমনের আড়ালে মিলিয়ন ডলার সিন্ডিকে

⚠️ জঙ্গিদমনের আড়ালে মিলিয়ন ডলার সিন্ডিকেট  সিটিটিসি-র‍্যাব-এটিউ এর কথিত জঙ্গি-বিরোধী লড়াই যতটুকু না আদর্শিক, তার চেয়েও বেশি রিজিকের লড়াই। কথ...