আসিফ নজরুল সম্পর্কে নিউইয়র্ক-প্যারিসের কোন ভিডিও আমি দেখি নাই। কিন্তু সরকারের ভেতরকার খবরা-খবর যতটুকু রাখি বা জানি, হলফ করে দাবি করতে পারি যে এই সরকার যে বিপুল সম্ভাবনা নিয়ে ও জন-আকাঙ্ক্ষা নিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, আমার বিবেচনায় তার অন্তত ৫০ ভাগ সম্ভাবনা ও সক্ষমতা নষ্ট করেছে আসিফ নজরুল।
তার বিরুদ্ধে সরকারি বিভিন্ন নিয়োগে ফেভারিটিজমের সুস্পষ্ট অভিযোগ আছে। মন্ত্রণালয় চালানোয় তার অবিমৃশ্যকারিতা, অভাবনীয় অদক্ষতার কথা ফ্রম হর্সেস মাউথ জেনেছি। তিনি প্রতিষ্ঠান চালানোয় তার নিদারুণ অযোগ্যতায় এই বিপ্লবকে প্রায় ব্যার্থ করে দিয়েছেন এই জন্য যে, কোন এক অদৃশ্য বা অজানা কারণে তিনি সরকারের দণ্ডমুণ্ডের কর্তা বনে যান। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায়, মহা-পরাক্রমশালী আওয়ামী দুঃশাসন মোকাবেলায় ব্যক্তিগতভাবে ঝুঁকি নিয়ে এমনসব কাজ করেছি সরকারের হৃদপিণ্ডে ছুরি মারার মতো। যারা জানে তারা জানে, আসিফ নজরুলরা জানে না, বা না জানলেও চলবে। নজরুল সাহেব টিভিতে টকশো করেছেন আর আন্দোলনের চূড়ান্ত মূহুর্তে মিছিলে যোগ দিয়েই আমাদের প্রায় এক দশকের ঘামঝরা কাজের ফসল তুলে সর্বসের্বা বনে গেছেন। সেটি বনে যান সমস্যা নেই, কিন্তু শতশত তরুণের রক্তের সিড়ি বেয়ে ক্ষমতায় যেয়ে ফেভারিটিজম করবেন, এত বড় বেইমানী ও শহীদদের রক্তের সাথে গাদ্দারী করার ক্ষমতা আপনাকে কেউ দেয়নি।পাদটীকা: সরকারের শুরুতে কিছু পরামর্শ দিয়েছি, অবশ্যই অযাচিতভাবে, বাংলাদেশের ভালো চেয়ে। কিন্তু পরবর্তীতে যখন তার অন্দরের খবর জানা শুরু করলাম, মাথা হেট হয়ে গেলো। এই সরকারের কোন সমালোচনা করিনি কারণ আমাদের রক্ত-ঘামে এসেছে এরা। কিন্তু আর চুপ থাকতে পারলাম না। মানবাধিকার কমিশনে আমার নিয়োগ নিয়ে কেউ যদি কিছু বিবেচনা করেও থাকে, দয়া করে আমাকে আর বিবেচনা করবেন না। আমরা বাংলাদেশ গড়তে চেয়েছি, নিজেদের আখের গোছাতে চাইনি।
- সুলতান মোহাম্মদ জাকারিয়া
No comments:
Post a Comment