কম্পিউটার কী ?আধুনিক কম্পিউটার এর জনক কে ?কম্পিউটার কত প্রকার ও কী কী ? জেনে নিন ।




চাকরির ইন্টারভিউ, কিংবা স্কুল, কলেজে, কম্পিউটার সম্পর্কে কিছু প্রশ্ন করলে জেন আপনি থেমে না জান । তাই কম্পিউটার সম্পর্কে কিছু প্রশ্ন নিয়ে আজকের আলোচনা ।


Ø  কম্পিউটার কী ?

উত্তরঃ কম্পিউটার হল একটি অত্যাধুনিক ইলেক্ট্রনিক্স গণনাকারী যন্ত্র ।

Ø  আধুনিক কম্পিউটার এর জনক কে ?

উত্তরঃ আধুনিক কম্পিউটার এর জনক চার্লস ব্যাবেজ ।

Ø  কম্পিউটার কত প্রকার ও কী কী ?


উত্তরঃ কম্পিউটার ৪ প্রকার । যথাঃ (ক)সুপার কম্পিউটার , (খ)মেইনফ্রেম কম্পিউটার , (গ)মিনি কম্পিউটার এবং (ঘ) মাইক্রো কম্পিউটার ।

Ø  কম্পিউটারের মূল যন্ত্রাংশ কয়টি ?

ঊত্তরঃ কম্পিউটারের মূল যন্ত্রাংশ ৪টি । যথাঃ (ক)মনিটর ,(খ)কী-বোর্ড ,(গ)মাউস এবং(ঘ)CPU বক্স ।

Ø  কম্পিউটারের ডিভাইস কয়টি ও কী কী ?

উত্তরঃ কম্পিউটারের ডিভাইস ২টি । (ক) ইনপুট ডিভাইস , (খ)অউটপুট ডিভাইস

Ø  ইনপুট ডিভাইস কোনগুলো ?

উত্তরঃ কী-বোর্ড,স্ক্যানার,মনিটর
Ø  অউটপুট ডিভাইস কোনগুলো ?

উত্তরঃ মনিটর,স্ক্যানার,
Ø  মনিটর এর কাজ কী ?

উত্তরঃ মনিটর এর কাজ হল কম্পিউটার এ পরিচালিত যেকোনো কাজ এতে প্রদর্শন করা ।

Ø  কী-বোর্ড এর কাজ কী ?

উত্তরঃ কি-বোর্ড এর কাজ হল কোন কিছু টাইপ করা ।

Ø  মউস এর কাজ কী ?

উত্তরঃ মউস এর কাজ হল কম্পিউটারকে নির্দেশনা প্রদান করা ।

Ø CPU এর কাজ কী ?

CPU এর কাজ হল কম্পিউটার এ পরিচালিত যাবতিও কার্যসাধন,রক্ষণাবেক্ষণ,প্রক্রিয়াকরন, এবং নির্দেশনা মতাবেক কাজ করা ।

Ø আমরা সাধারণত কন ধরনের কম্পিউটার ব্যবহার করে থাকি ?

উত্তরঃ আমরা সাধারণত মাইক্রো কম্পিউটার ব্যাবহার করে থাকি ।

Ø CPU এর মধ্যে কী কী যন্ত্রাংশ থাকে ?

উত্তরঃ CPU এর মধ্যে প্রসেসর,হার্ডডিস্ক,কুলিংফ্যান,রাম,রম,চিবুজ ব্যাটারি,ডাটা কেব্‌ল,সেটা-ডাটা কেব্‌ল,ডিভিডি রাইটার ইত্যাদি ।

Ø  প্রসেসর এর কাজ কী ?

উত্তরঃ প্রসেসর এর কাজ হল কম্পিউটারের কার্যাদি সম্পাদন করা / প্রক্রিয়াকরণ করা ।

Ø  কুলিংফ্যান এর কাজ কী ?

উত্তরঃ কুলিংফ্যান এর কাজ হল প্রসেসর কে ঠাণ্ডা রাখা ।

Ø   র‍্যাম এর কাজ কি ?

উত্তরঃ র‍্যাম এর কাজ হছে কম্পিউটার এর গতি ধরে রাখা ।

Ø  রম এর কাজ কী ?

উত্তরঃ রম এর কাজ হল কম্পিউটার এর যাবতিও কাজের সৃতি ধরে রাখা ।


No comments:

Post a Comment

ইউটিউব ও অনলাইন ভিডিও থেকে প্রশিক্ষণ নিচ্ছে কৃত্তিম বুদ্দিমত্তা

 শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন, খেলা, বানিজ্য, রান্না, প্রযুক্তি, সংবাদ, ভ্রমন, ভাষা শিক্ষা সহ প্রায় সব ধরনের বিষয় ভিত্তিক ভিডিও রয়েছে ইউটিউবে। ...