হ্যাকিং কী ?হ্যাকিং কেন করে ?হ্যাকিং কীভাবে করে?হ্যাকিং প্রোতিরধ করা জায় কীভাবে?


হ্যাকিং কী ?

Hack মানে হল চুরি । Hacking  মানে হল চুরি করা । অন্যের অজান্তে বা অন্যের অনুমতি ছারা ইলেকট্রিক মাধ্যম ব্যবহার করে তার Password হাতিয়ে নিয়ে কারো বাক্তিগত তথ্যে হস্তক্ষেপ করা, তথ্য হাতিয়ে নেয়া, কিংবা তার গোপনীয় কোন তথ্যে প্রবেশ করাই হল হ্যাকিং । কারো অনুমতি ছারা তার কোন সামাজিক মাধ্যম সাইটে , বা তার কোন ইলেকট্রনিক মাধ্যমে প্রবেশ করা হ্যাকিং এর আওতায় পরে ।




হ্যাকিং কেন করে ?

হ্যাকিং করার কারন হল সে ক্ষমতা প্রকাশ করতে চায় , বা তার সক্ষমতা পরীক্ষা করে দেখতে চায় , কেউ কেউ আবার মজার ছলে হ্যাকিং করে থাকে (যা আমাদের বাংলাদেশ এ হয়ে থাকে) । আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে হ্যাকাররা সাধারণত ফিশিং পধতিতে কারো facebook, twitter, Whatsapp, G-mail I’D হ্যাক করে থাকে , কিন্তু আসলে তা নয় ।


আন্তর্জাতিক মানের হ্যাকাররা হ্যাকিং করেন , কারন তারা আপনার বাক্তিগত তথ্য বিক্রি করে দেন । আর এর জন্য মোটা অংকের টাকাও পান তারা । আর আপনার এ বাক্তিগত মূল্যবান তথ্য কিনে নেন বড় বড় ব্যাবসা প্রতিষ্ঠান গুলো । এ তথ্য ব্যাবহার করে তারা আপনার জন্য তাদের কোম্পানির বিজ্ঞাপন গুলো সাজান এবং আপনার কাছে তাদের পণ্য টি আকর্ষণীও করা তুলেন ।


আবার আরও এক ধনের হ্যাকার আছে যার আবার নিজের ক্যারিয়ার গড়ার জন্য হ্যাকিং করে থাকেন । এরা তাদের টার্গেট অনুযায়ী নির্দিষ্ট ব্যাক্তি বা প্রতিষ্ঠান বা নির্দিষ্ট গোষ্ঠী কে হ্যাকিং এর কবলে ফেলে । তারপর তাদের এ হ্যাকিং এর অপরাধে যখন গ্রেপ্তার করা হয় এবং সাজা ভগকরা শেষে বিশ্ব বিখ্যাত কোম্পানি গুলতে সইবার সিকিউরিটি প্রধান , বা সইবার সিকিউরিটি স্পেশালিষ্ট হিসেবে নিয়োগ প্রাপ্ত হন এবং বিলিয়ন বিলিয়ন ডলার মাসিক বেতন পান । এ ধরনের হ্যাকাররা আকাই বা একটি দল হিসেবে কাজ করে । যারা দল হিসেবে কাজ করে তারা তাকার বিনিময়ে আপনার জন্য হ্যাকিং করবে ।

আবার আরেক ধরনের হ্যাকার আছে যারা আবার হ্যাকিং করেন নেশা হিসেবে । এরা অনেক ধনি পরিবার থেকে আসে । তারা সময় কাটানর জন্য হ্যাকিং করে থাকেন । ধনি পরিবার বলতে বিশ্ব ধনি পরিবার যেমন-বিল গেইটস, ডনাল্ড ট্রাম্প, মার্ক জাকারবার্গ ...... আদের পরিবার থেকে হত পারে তাদের সন্তানেরা, বা নাতি নাতনিরা ।


No comments:

Post a Comment

কথিত জঙ্গিদমনের আড়ালে মিলিয়ন ডলার সিন্ডিকে

⚠️ জঙ্গিদমনের আড়ালে মিলিয়ন ডলার সিন্ডিকেট  সিটিটিসি-র‍্যাব-এটিউ এর কথিত জঙ্গি-বিরোধী লড়াই যতটুকু না আদর্শিক, তার চেয়েও বেশি রিজিকের লড়াই। কথ...